Naya Diganta

ফিলিস্তিনি নারীদের ওপর নির্যাতন : ইসরাইলের শাস্তি দাবি এমপি হুদা নাইমের

ফিলিস্তিনের এমপি হুদা নাইম

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবসে ফিলিস্তিনের এমপি হুদা নাইম দেশটির নারীদের ওপর নির্যাতন চালানোয় আন্তর্জাতিক বিশ্বে ইসরাইলের শাস্তির দাবি করেছেন।

সাফা নিউজ অ্যাজেন্সিকে নাইম বলেন, ফিলিস্তিনি নারীদের হত্যা, আটক, বহিষ্কার, অবরুদ্ধ, নির্যাতন ও বঞ্চিত করার মাধ্যমে ইসরাইল অপরাধ ও সহিংসতা চালিয়ে থাকে।

প্রতি বছর ২৫ নভেম্বর আন্তর্জাতিকভাবে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস পালন করা হয়। এবং নারীদের প্রতি সহিংসতা রোধে সচেতনতা বাড়ানোর কাজটি করা হয়।

হুদা নাইম আন্তর্জাতিক সংস্থাগুলোকে ফিলিস্তিনি নারীদের ‘প্রতিনিয়ত ইসরাইলের নির্যাতনে’র হাত থেকে রক্ষা করতে তাদের অধিকারের ব্যাপারে প্রচারণা চালানোর আহ্বান জানান।

পাশাপাশি তিনি আন্তর্জাতিক আইন অনুযায়ী ফিলিস্তিনি নারীদের স্বাধীনতা ও অধিকার আদায়ের নিশ্চয়তা দেয়ার কথাও বলেন।

সূত্র : মিডল ইস্ট মনিটর