Naya Diganta

ভেনেজুয়েলার তেল নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

ভেনেজুয়েলার ওপর তেল নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এই সিদ্ধান্ত জানিয়েছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং বিরোধী দল দেশটির জনগণকে মানবিক সহায়তা প্রদানের জন্য জাতিসঙ্ঘ-শাসিত তহবিল তৈরি করতে একটি বিস্তৃত ‘সামাজিক চুক্তি’ স্বাক্ষর করার পর মার্কিন যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নেয়।

মেক্সিকো সিটিতে শনিবার মাদুরো সরকার ও বিরোধী দলের প্রতিনিধিরা এই চুক্তিতে স্বাক্ষর করে।

মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট চুক্তিটিকে ভেনেজুয়েলায় ‘সঠিক পথে গণতন্ত্র পুনরুদ্ধারে নেয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে চিহ্নিত করেছে। পাশাপাশি ভেনেজুয়েলায় সীমিতভাবে তেল উত্তোলন কার্যক্রম পুনরায় শুরু করার জন্য শেভরনকে লাইসেন্স দেয়ার অনুমোদন দিয়েছে।

ট্রেজারি ডিপার্টমেন্ট আরো জানায়, লাইসেন্সটি ছয় মাসের জন্য কার্যকর থাকবে। বাইডেন প্রশাসন মাদুরো সরকারের এই চুক্তিতে করা প্রতিশ্রুতি পূরণ করেছে কিনা তা মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নিবে।

সূত্র : আল-জাজিরা