Naya Diganta

বান্দরবান সীমান্তে ডিজিএফআই কর্মকর্তা নিহত : আরসা প্রধানসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা

বান্দরবান সীমান্ত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তে হামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) এক কর্মকর্তা নিহতের ঘটনায় আরসা প্রধান আতাউল্লাহ জুনুনিকে প্রধান আসামি করে ৩১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

কক্সবাজারের ডিজিএফআই’র কর্মকর্তা মো: আনোয়ার হোসেন বাদি হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় ৩১ জনের নাম উল্লেখসহ ৬৫ জনকে আসামি করে ২৩ নভেম্বর বুধবার এই মামলাটি দায়ের করেন।

গত ১৪ নভেম্বর সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রু সীমান্তে জিরো লাইনের রোহিঙ্গা শিবিরে মাদক বিরোধী অভিযানকালে ‘চোরাকারবারিদের’ হামলায় ডিজিএফআই’র এক কর্মকর্তা ও শূন্যরেখার ক্যাম্পের এক রোহিঙ্গা নারী নিহত এবং র‌্যাবের এক সদস্য আহত হন।

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: সোহাগ রানা শনিবার জানিয়েছেন, মামলায় প্রধান আসামি করা হয়েছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ জুনুনিকে। অন্য আসামিরা সবাই উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বসবাস করে। আসামিরা সবাই মিয়ানমারের নাগরিক।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টান্টু সাহা জানান, মামলা হওয়ার পর পুলিশ তদন্তকাজ অব্যাহত রেখেছে। তবে এখন পর্যন্ত ওই মামলার কোনো আসামি গ্রেফতার হয়নি বলে জানান ওসি।