Naya Diganta

ভারত সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু বাংলাদেশের

ভারত সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু বাংলাদেশের

ভারতের বিপক্ষে সিরিজ সামনে রেখে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। মিরপুর শেরে বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন করেছে ক্রিকেটাররা। তবে দলের সব সদস্যকে এইদিন দেখা যায়নি, বিসিএল খেলতে ব্যস্ত দলের অধিকাংশ ক্রিকেটার।

অনুশীলনে উপস্থিত ছিলেন জাতীয় দলের মাত্র তিন ক্রিকেটার। সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয় ও লিটন কুমার দাস। তবে কোচিং প্যানেলের প্রায় সব সদস্যই উপস্থিত ছিলেন।

প্রধান কোচ রাসেল ডমিঙ্গো গত ২০ তারিখেই বাংলাদেশে পৌঁছেন। ছিলেন আজকের অনুশীলনেও। বিজয়কে থ্রোয়িং করেছেন তিনি। তাছাড়া এলান ডোনাল্ড ছিলেন অনুশীলনে, ছিলেন স্পিন কোচ রঙ্গনা হেরাথ ও ফিল্ডিং কোচও।

দীর্ঘ সাত বছর পর বাংলাদেশ সফরে আসবে ভারত। ২০১৫ সালে শেষবার মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বাংলাদেশে এসেছিল তারা। সেবার ভারতকে ওয়ানডে সিরিজে হারিয়ে দেয় বাংলাদেশ। বলা যায় এক মোস্তাফিজের কাছেই কপোকাত হয় ভারত। এবারো ভারতকে হারিয়ে সিরিজ নিজেদের করেই রাখতে চাইবে বাংলাদেশ।

তিন ম্যাচের ওয়ানডে ও দু’ম্যাচ টেস্ট সিরিজ খেলতে ভারতীয় ক্রিকেট দল আগামী ১ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসবে।

সিরিজের সূচি-
৪ ডিসেম্বর - প্রথম ওয়ানডে- মিরপুর

৭ ডিসেম্বর - দ্বিতীয় ওয়ানডে - মিরপুর

১০ ডিসেম্বর - তৃতীয় ওয়ানডে - চট্টগ্রাম

১৪-১৮ ডিসেম্বর - প্রথম টেস্ট - চট্টগ্রাম

২২-২৬ ডিসেম্বর - দ্বিতীয় টেস্ট - ঢাকা