Naya Diganta

ইরানের উপমন্ত্রী ও শাহরিয়ার আলমের মধ্যে আলোচনা

ইরানের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ড. মেহেদি সাফারি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে সাক্ষাৎ করেছেন এবং দ্বিপক্ষীয় সহযোগিতার পাশাপাশি আইওআরএ’র অধীনে সহযোগিতা নিয়ে আলোচনা করেন। বৃহস্পতিবার ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রীপর্যায়ের বৈঠকের এক ফাঁকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
ইরানের উপমন্ত্রী উল্লেখ করেন যে বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি, জ্বালানি, রাসায়নিক সার ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে সম্পর্ক আরো জোরদার করার জন্য পররাষ্ট্র দফতরের পরামর্শ এবং যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক পারস্পরিক সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হওয়া উচিত। শাহরিয়ার আলম সাফারিকে বাংলাদেশ ও ইরানের মধ্যে বাণিজ্য সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন এবং বাণিজ্য প্রতিনিধি দলের আরো সফরের আহ্বান জানান। এ সময় তারা আইওআরএ-এর অধীনে পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।