Naya Diganta
শাহানা সিরাজী

যাই যাই যাই

শাহানা সিরাজী

হেমন্ত ওই ঠোঁট নেড়ে,
এসেই বলে যাই যাই যাই
সোনালি ধানের গুচ্ছ ছুঁয়ে,
কিষাণ বউয়ের হাসি ছুঁয়ে
চুপটি করে বলে কি না
যাই যাই যাই...

হালকা আমেজ শীতের সকাল
দাদুর পায়ে শিশির নাকাল
মিষ্টিরোদ এসেই বলে, যাও ঝরে যাও
সময় শেষ, আমার সাথে করবে খেলা
মাঠের ফসল অনিশেষ

কাস্তে হাতে কৃষাণ মাঠে
কিষাণীর তার উঠান লেপে
ধানে ধানে ভরবে গোলা
ফুলকপিদের গায়ে দোলা

হাটবাজারের অলিগলি
নবান্নের এই মিঠেলিপি
যাও দেখে যাও দাদুন তুমি
ডালমটরের দিনলিপি

ছয়টি ঋতুর বাংলাদেশে
হেমন্তের এই জৌলুস
মাঠের নাড়া মাঠেই পুড়ে
কষ্ট নেয় তার আবলুস!

আয়রে দাদু আয়রে নোরা
আয়রে মাঠে আয়
এই হেমন্তের সঙ্গি হবো
সময় চলে যায়...