Naya Diganta

আরো ৩৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

দেশে গত এক দিনে ৩৩ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে; তবে এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি কারো।

বুধবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এদিন সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৯০টি নমুনা পরীক্ষা করে এই নতুন রোগীদের শনাক্ত করা হয়।

তাতে দিনে শনাক্তের হার হয়েছে ০ দশমিক ৮৭ শতাংশ। আগের দিন এই হার ০ দশমিক ৮৯ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৬ হাজার ৪৪৯ জন হয়েছে। আর মৃতের মোট সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪৩১ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৬৫ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮৫ হাজার ১৫৩ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।