Naya Diganta

জেরুসালেমের বাসস্ট্যান্ডে বিস্ফোরণ, হতাহত ১৩

জেরুসালেমের বাসস্ট্যান্ডে বিস্ফোরণ, হতাহত ১৩

জেরুসালেমের বাসস্ট্যান্ডে পৃথক দু’টি বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ১২ জন, যাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

বুধবার সকালে আধা ঘণ্টার ব্যবধানে এ বিস্ফোরণ ঘটে। ইসরাইলের পুলিশের অভিযোগ, ফিলিস্তিনিরা এ বিস্ফোরণ ঘটিয়েছে।

ফিলিস্তিনের কর্মকর্তাদের মতে, নাবলুসের ওয়েস্ট ব্যাংক শহরে ইসরাইলের সামরিক বাহিনী ফিলিস্তিনের ১৬ বছরের এক যুবককে হত্যার কয়েক ঘণ্টা পর এ বিস্ফোরণ ঘটে।

প্রথম বিস্ফোরণটি স্থানীয় সময় সকাল ৭টার (জিএমটি ৪:০০ এএম) দিকে ইসরাইলের এক বাসস্ট্যান্ডের কাছে হয়। প্রথম বিস্ফোরণে দু’জন গুরুতর আহতসহ অন্তত সাতজন আহত হয়েছেন বলে চিকিৎসক ও পুলিশ সূত্রে জানা যায়।

প্রথম বিস্ফোরণের আধা ঘণ্টার ব্যবধানে উত্তর জেরুসালেমের রামোট রেলওয়ে-জংশনে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে, যা এখন কর্মকর্তাদের ‘নিয়ন্ত্রণে’ রয়েছে বলে জানানো হয়।

বিস্ফোরণের ঘটনায় কারা দায়ী এখনো নিশ্চিত হওয়া যায়নি। আইন প্রয়োগকারী কর্মকর্তারা ঘটনাস্থলে রেখে যাওয়া একটি ব্যাগে বিস্ফোরক ডিভাইস খুঁজে পেয়েছেন। ঘটনার সাথে জড়িতদের খুঁজতে ওই এলাকায় চিরুনি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
সূত্র : আলজাজিরা