Naya Diganta

ধর্মপাশায় স্বামীর হাতে স্ত্রী হত্যার প্রতিবাদে মানববন্ধন

গ্রেফতারের দাবিতে মানববন্ধন।

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নে স্বামীর হাতে স্ত্রী হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। খুনী স্বামী

সোহেল আহমেদকে অভিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়।

লিখিত অভিযোগ ও থানা সূত্রে জানা গেছে, উপজেলা সদর ইউনিয়নের বাহুরটিয়া কান্দা গ্রামের শাহেদ আলী তালুকদারের ছেলে

সোহেল আহমেদের (৩৮) সাথে সেলবরষ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের ছফি মিয়ার মেয়ে হেনা আক্তারের (৩০ সাথে বিয়ে

হওয়ার পর থেকেই সোহেল তার স্ত্রী হেনার বাবার কাছ থেকে যৌতুক হিসেবে মোটা অঙ্কের টাকা আনতে অমানসিক নির্যাতন ও

চাপ সৃষ্টি করে আসছিল। গত মাসের ২০ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সোহেল এবং তার ছোট ভাই কবির ও

তার মা আছিয়া আক্তার তারা তিনজন মিলে গৃহবধূ হেনার শয়ন কক্ষে গিয়ে হেনার মুখে জোরপূর্বক বিষ ঢেলে দিয়ে মুখ চেপে

রাখার কিছুক্ষণ পর হেনা আক্তার মৃত্যুর দিকে ঢলে পরে। পরে সংবাদ পেয়ে মুমূর্র্ষু অবস্থায় গৃহবধ হেনার স্বজনরা এসে

ধর্মপাশা উপজেলা হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে গৃহবধূ হেনা আক্তারের বড় ভাই অলি উল্লা (৪২) স্বামী সোহেল, বাবা শাহেদ আলী তালুকদার, শ্বাশুরি আছিয়া আক্তার

(৫০) ও দেবর মো: কবিরকে (৩২)ক আসামি করে একটি হত্যা মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে ২১ নভেম্বর সকাল ১১টায়

উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে কাফনের কাপড় পরে মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে প্রতিবাদকারীরা বলেন, অবিলম্বে ঘাতক সোহেল আহমেদ, তার মা আছিয়া আক্তার ও ছোট ভাই কবিরসহ

অভিযুক্তদের গ্রেফতার করে তাদের ফাঁসি কার্যকরের দাবি জানান।