Naya Diganta

রাশিয়া ইউক্রেনে ৮৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে : জেলেনস্কি

রাশিয়া ইউক্রেনে ৮৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে : জেলেনস্কি

রাশিয়া মঙ্গলবার ইউক্রেনে ৮৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যেগুলোর বেশির ভাগ জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশটির জ্বালানি ব্যবস্থাপনার উপর ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে।

বিবৃতিতে তিনি আরো ২০টি ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কার কথা জানিয়ে জনগণকে নিরাপদে আশ্রয় নেয়ার আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, সব হামলা চালিয়েও রাশিয়া তাদের লক্ষ্যে পোঁছাতে পারবে না।

ই্উক্রেন কর্তৃপক্ষ বলছে হলোহৃভনি, লিভিভ, ভিনেতশিয়া ও কোভেলসহ কয়েকটি শহরে এ হামলা চালানো হয়েছে।

শহরের মেয়র আলেকজান্ডার ত্রেতইয়াক টেলিগ্রামে জানান, হৃভনিতে জনপ্রশাসন কেন্দ্রের পশ্চিমাঞ্চলে একটি জটিল অবকাঠামোতে আক্রমনের পর পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

এদিকে রুশ কর্তৃপক্ষ বলছে, তাদের দেশের সীমান্তবর্তী অঞ্চল বেলগ্রুদে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় দু’জন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
সূত্র : ইয়েনি শাফাক