Naya Diganta

ট্রাম্পের আরেক কট্টর সমর্থকের পরাজয়, অ্যারিজোনার গভর্নর হচ্ছেন কেটি হবস

অ্যারিজোনার গভর্নর হচ্ছেন কেটি হবস

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক কট্টর সমর্থককে পরাজিত করে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য অ্যারিজোনার গভর্নর নির্বাচিত হয়েছেন ডোমোক্র্যাটিক পার্টির কেটি হবস।

রিপাবলিকান পার্টির ক্যারি লেককে তিনি পরাজিত করেন। লেক ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়কে মেনে নেননি। এবারের মধ্যবর্তী নির্বাচনে নির্বাচনের ফলাফল অস্বীকারকারী আরো দুটি হাই-প্রোফাইল রিপাবলিকান নেতা পরাজিত হয়েছেন। তারা হচ্ছেন রিপাবলিকান সিনেট নমিনি ব্ল্যাক মাস্টার্স এবং সেক্রেটারি অব স্টেট নমিনি মার্ক ফিঞ্চেম। গভর্নর নির্বাচনে লেককে সমর্থন করেছিলেন ট্রাম্প।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অ্যারিজোনা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র। এখানে জাতীয় নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে গিয়েছিলেন ট্রাম্প। ট্রাম্প ও তার মিত্রদের ফলাফল বদলে দেয়ার চেষ্টা প্রতিরোধ করেছিলেন হবস।

সূত্র : সিএনএন ও সিএনবিসি