Naya Diganta

‘ল্যাব’ অসহায় ও মৃত আইনজীবীর পরিবারকে সহায়তা করে দৃষ্টান্ত স্থাপন করেছে : নজিবুল্লাহ হিরু

মানবিক সংগঠন ‘ল্যাব’র অনুষ্ঠানে অ্যাডভোকেট কাজী মো: নজিবুল্লাহ হিরু।

বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী মো: নজিবুল্লাহ হিরু বলেছেন, গত ১১ বছর যাবত একটি মানবিক সংগঠন হিসেবে ল্যাব অসহায় আইনজীবী ও মৃত আইনজীবীর পরিবারকে সহায়তা করে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশের গন্ডি পেরিয়ে মানবিক সংগঠন হিসেবে ল্যাব একদিন সারা বিশ্বে ছড়িয়ে পড়বে।

সোমবার (১৪ নভেম্বর) বিকেলে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে আইনজীবীদের সংগঠন ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ল্যাব) দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো: মমতাজ উদ্দিন ফকির, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী, বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ মোখলেছুর রহমান (বাদল), বাংলাদেশ বার কাউন্সিলের কমপ্লেইন্ট ও ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট সাঈদ আহমেদ (রাজা)।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সুপ্রিম কোর্ট শাখার সভাপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মো: আবদুন নুর দুলাল। সম্মেলন উদ্বোধক ছিলেন সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট কাজী ওয়ালী উদ্দীন ফয়সল। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. মো: শরীফুজ্জামান মজুমদার সংগ্রাম।

সম্মেলনে বিভিন্ন পর্যায়ের আইনজীবী নেতৃবৃন্দ অতিথি হিসেবে বক্তৃতা করেন। সংগঠনটির সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম খান সম্মেলন সঞ্চালনা করেন।