Naya Diganta

ইরাকের কুর্দি দলের সদরদফতরে ইরানের রকেট হামলা

ইরাকের কুর্দি দলের সদরদফতরে ইরানের রকেট হামলা

ইরাকের ইরবিল নগরীর কাছে ইরানি একটি কুর্দি দলের সদরদফতরে আঘাত হেনেছে ইরানি রকেট। এতে অন্তত একজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ১০ জন।

উত্তর ইরাকে স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের রাজধানী ইরবিলের নিকটস্থ কোয়ের মেয়র তারিক হায়দারি হামলার সত্যতা নিশ্চিত করেছেন।

ইরানের ফার্স নিউজ অ্যাজেন্সি জানায়, রেভুলশনারি গার্ড কোর (আইআরজিসি) এই হামলা চালিয়েছে। এতে বলা হয়, 'সন্ত্রাসী গ্রুপগুলোর' ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়।

গত ১৬ সেপ্টেম্বর ইরানি কুর্দি নারী মাসা আমিনির মৃত্যুর পর থেকে আইআরজিসি ইরানি কুর্দিদের ওপর হামলা চালিয়ে আসছে।

তথাকথিত নীতি পুলিশের হাতে আটকের পর আমিনির মৃত্যু ইরানজুড়ে বিক্ষোভের সৃষ্টি করে। ইরান অভিযোগ করে আসছে যে উত্তর ইরাকের কুর্দি উগ্রবাদীরা ইরানে উত্তেজনা সৃষ্টি করে আসছে।
সূত্র : আলজাজিরা