Naya Diganta

মিমকে জড়িয়ে পরীমণির অভিযোগ খণ্ডালেন রাজ

রাজের সাথে মিম ও (ডানে) পরীমণি।

রাজকে নিয়ে নায়িকা মিম ও পরীমণির মধ্যে দ্বন্দ্বের পর এবার মুখ খুললেন পরীমণির স্বামী শরিফুল রাজ। পরীমণির দিকে অভিযোগের তীর ছুড়ে দিয়ে শনিবার রাজ বলেছেন, ‘বিদ্যা সিনহা মিমের সাথে আমার প্রেমের সম্পর্ক নিয়ে কেন এমন অভিযোগ আনা হলো জানি না। আমি রীতিমতো শকড। আমার বিরুদ্ধে পরীর আনীত সব অভিযোগই মিথ্যা।’

রাজ আরো বলেন, ‘আমি আমার যেকোনো কাজের প্রতিই যত্নশীল। সংসারের প্রতি তো আরো যত্নশীল। সংসার, স্ত্রী, সন্তান ফেলে অন্য সম্পর্কে জড়াব, এমন অনৈতিক কথা ভাবতেই পারি না। আমার কথা হলো- যে যাই বলুক, যে কারণেই বলুক, আমি এসব নিয়ে মোটেও বিচলিত নই। কারণ মিথ্যা কখনো স্থায়ী হয় না।’

রাজের ভাষ্য, ‘পরী কেন ওইসব স্ট্যাটাস দিয়েছে তা পরীই বলতে পারবে। তাকেই প্রশ্ন করুন। আমার বিশ্বাস, সে সব ক্লিয়ার করবে। আমি শুধু বলব, আমার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা। বিন্দুমাত্রও সত্যি নেই।’

সংসার ভাঙার বিষয় জানতে চাইলে রাজ বলেন, ‘এমন কোনো ঘটনা ঘটেনি যে হুট করে সংসার ভেঙে যাবে। আমরা ভালোবেসে বিয়ে করেছি। পরীকে আমি অনেক ভালোবাসি এবং ভালোবেসে যাব। আমাদের একটি আদরের সন্তানও আছে। তাই আমি বলব, পরী যদি নিজের অজান্তে কোনো ভুল বুঝে থাকে তবে সে তার সুচিন্তা দিয়ে সবকিছু স্বাভাবিক করবে ও সামলে নেবে। আমার আর বলার কিছু নেই।’

অন্যদিকে আলোচিত এই বিষয়টি নিয়ে চলচ্চিত্র নায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান বলেছেন, ব্যক্তিগত বিষয় শিল্পীদের এভাবে প্রকাশ্যে আনা ঠিক নয়।

তিনি বলেন, ‘এসব বিষয় ঘরের ভেতরে বেডরুম বা ড্রয়িংরুমেই শেষ করে দেয়া উচিত।’ জায়েদ খান বলেন, ‘শিল্পীদের ব্যক্তিজীবন থাকবেই। কিন্তু সেটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মানুষকে জানানোর পক্ষপাতি আমি না।’

জায়েদ খান বলেন, ‘আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু আমি কখনো ফেসবুকে লাইভে এসে তা বলিনি। কারণ এটা মানুষ হাসানো ছাড়া আর কোনো সমাধান দিতে পারবে না। শিল্পীদের নিজেদের যে ব্যক্তিগত সমস্যা সেটা আলোচনার মাধ্যমে বেডরুমেই শেষ করে করে দেয়া উচিত। এটা নিয়ে যেন বাইরে আর কিছু না আসে। নাহলে শিল্পীদের সম্মান কমবে, বাড়বে না।’

শুক্রবার রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জয়নুল আবেদিন মিলনায়তনে গ্রেটার ময়মনসিংহ এসএসসি ৯২ ব্যাচ আয়োজিত নবান্ন উৎসবে পারফর্ম করতে এসে জায়েদ খান এ কথা বলেন।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর গভীর রাতে স্বামী শরিফুল রাজের সাথে চিত্রনায়িকা মিমকে জড়িয়ে স্ট্যাটাস দেন পরীমণি। একই স্ট্যাটাসে রাজ-মিম জুটির পরাণ ও দামাল ছবির পরিচালক রাফিকেও ‘দালাল’ বলে আখ্যায়িত করেন। আর মিমকে বলেন নিজের স্বামী নিয়ে সন্তুষ্ট থাকতে।

ফেসবুকে পরীমণির এমন স্ট্যাটাস দেয়ার কয়েক ঘণ্টা পরই মিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে কারো নাম উল্লেখ না করেই নিজের অবস্থান পরিষ্কার করেন। মীম তার পোস্টে দাবি করেন, এক পক্ষ তার পথচলায় ‘ঈর্ষান্বিত’ হয়ে ‘কুৎসা’ রটাচ্ছে। কোনো ধরনের বাড়াবাড়ি হলে তিনি আইনি ব্যবস্থা নেয়ার কথাও ভাববেন।

এরপর পরীমণি আরেকটি স্ট্যাটাস দেন মিমকে নিয়ে। সেই স্ট্যাটাসে মিমের সাথে তার কথাবার্তার স্ক্রিনশটাও ফাঁস করেন।