Naya Diganta

আজারবাইজানবিরোধী প্রপাগান্ডা : ইরানি দূতকে তলব বাকুর

আজারবাইজানবিরোধী প্রপাগান্ডা : ইরানি দূতকে তলব বাকুর

ইরানি রাষ্ট্রদূতকে তলব করে আজাবাইজানবিরোধী 'ভয়াবহ প্রপাগান্ডা' চালানো এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের কাছ থেকে 'হুমকি সৃষ্টিকারী বক্তব্যের' প্রতিবাদ জানিয়েছে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রাষ্ট্রদূত সৈয়দ আব্বাস মুসাভিকে তলব করে আজারবাইজান প্রজাতন্ত্রের বিরুদ্ধে প্রপাগাণ্ডা, নোংরা প্রচারণা, ইরানের উচ্চপদস্থ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের কাছ থেকে হুমকি সৃষ্টিকারী বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, ইরানের এসব কর্মকাণ্ড দুই দেশের মধ্যকার সম্পর্কের চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

মন্ত্রণালয় জানায়, আজারবাইজানে অপরাধ করে ইরানে পালিয়ে থাকার সুযোগ দেয়াটাও গ্রহণযোগ্য নয়। তারা ওইসব লোককে আজারবাইজানে ফিরিয়ে দিতে ইরানের প্রতি অনুরোধ জানায়।

ইরান ও আজারবাইজানের মধ্যে টানাপোড়েনের মধ্যে রাষ্ট্রদূতকে তলব করা হলো। এর আগে বৃহস্পতিবার তেহরানে আজারবাইজানের রাষ্ট্রদূতকে তলব করে আজারবাইজানি কর্মকর্তাদের 'ইরানবিরোধী প্রপাগান্ডার' প্রতিবাদ জানানো হয়।

সূত্র : ডেইলি সাবাহ