Naya Diganta

রাশিয়ার গুরুত্বপূর্ণ ড্যামে মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাত

রাশিয়ার গুরুত্বপূর্ণ ড্যামে মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাত

ইউক্রেন বাহিনীর নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাত হেনেছে রাশিয়া-নিয়ন্ত্রিত কাখোভকা ড্যামে। রাশিয়া দাবি করেছে, ক্ষেপণাস্ত্রটি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্মাণ করা।

রাশিয়ার রাষ্ট্র-নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা তাস জরুরি পরিষবার এক প্রতিনিধির উদ্ধৃতি দিয়ে জানায়, মার্কিন-নির্মিত হিমার্স ক্ষেপণাস্ত্র সিস্টেমের নিক্ষেপ করা একটি রকেট ড্যামটির লকে আঘাত করে ক্ষতি সাধন করেছে।

অবশ্য, রিয়া নোভোস্তি রাশিয়ান সংবাদ সংস্থা জাানায়, ড্যামটির তেমন ক্ষতি হয়নি। এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়, সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে।

ওই কর্মকর্তা বলেন, ড্যামটির ক্ষতি করে মানবিক বিপর্যয় ঘটনার উদ্দেশ্য ছিল।
রাশিয়ার এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়াকে হুঁশিয়ার করে দিয়ে ইউক্রেন বলেছে, রুশরা কৌশলগত স্থাপনাটি উড়িয়ে দিয়ে বন্যা সৃষ্টি করতে চাচ্ছে।

দক্ষিণ ইউক্রেনে অবস্থিত ড্যামটি রুশ বাহিনী তাদের সামরিক অভিযানের শুরুতেই দখল করে নেয়। এর পানি রুশ দখল করা ক্রিমিয়ায় পানি সরবরাহ করা হয়।

সূত্র : আলজাজিরা