Naya Diganta

১২ ওভারেই ১০০ পেরিয়েছে ভারতের রান

১২ ওভারেই ১০০ পেরিয়েছে ভারতের রান

একটুখানি স্বস্তি নিয়েই চা বিরতিতে গেলো বাংলাদেশ। ইতোমধ্যেই হাত খুলতে শুরু করা লোকেশ রাহুলকে ফিরিয়েছেন সাকিব। ফেরার আগে ৩২ বলে ৫০ রানের ইনিংস খেলেছেন রাহুল। ভারতের স্কোর তখন ৯.২ ওভারে ৭৮/২।

রিপোর্টটি লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৯ রান। বিরাট কোহলি ব্যাটিং করছে ৩২ রানে। আর হার্দিক পান্ডিয়া আছেন ২ রানে।

প্রথম উইকেটের দেখা পেয়েছিল বাংলাদেশ চতুর্থ ওভারেই। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে ফিরিয়ে ছিলেন হাসান মাহমুদ। রোহিত অবশ্য আগের ওভারেই ফিরে যেতেন, তাসকিনের বলে হাসান মাহমুদই ক্যাচ ছেড়েছেন। তবে জীবন পাবার সুযোগ কাজে লাগেনি রোহিতের, ৮ বলে ২ করে ফিরেছেন তিনি।

শুরু থেকেই ভারতকে চেপে ধরেছিলেন তাসকিন। তার কারণেই হাত খুলে খেলতে পারছিল না ভারতীয় ব্যাটাররা। সপ্তম ওভারে যখন স্পেল শেষ হলো তার, নামের পাশে কোনো উইকেট না থাকলেও দিয়েছেন মাত্র ১৫ রান, যেখানে ডট বল সংখ্যাই ১৬টি। তাসকিন একপ্রান্ত চেপে ধরলেও অপর প্রান্ত থেকে রান দিচ্ছিলেন অন্য বোলাররা। তবে সাকিব আল হাসান লোকেশ রাহুলকে ফেরালে খানিকটা স্বস্তি আসে বাংলাদেশ শিবিরে।