Naya Diganta

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পরাক্রমশালী ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। অ্যাডিলেড ওভালে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশ দলপতি সাকিব আল হাসানের।

গোটা এশিয়ায় উত্তাপ ছড়ানো এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নেমেছে উভয় দল। সমান তিন ম্যাচে দু’টি করে জয় দুই দলেরই। একটি করে হারে সমান ৪ পয়েন্ট ভারত-বাংলাদেশ, দুই দলেরই।

উভয় দলের একাদশে একটি করে পরিবর্তন। বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, দলে এসেছেন পেসার শরিফুল ইসলাম। ভারতের একাদশে ফিরেছেন অক্ষর প্যাটেল, বাদ দীপক হোডা।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, সাকিব আল হাসান, নাজমুল শান্ত, শরিফুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি, আফিফ হোসাইন, মোসাদ্দেক হোসাইন, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।

ভারত একাদশ : রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, দীনেশ কার্তিক, রবিচন্দ্রন আশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, আর্শদ্বীপ সিং।