Naya Diganta

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, কারণ নিয়ে জল্পনা

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, কারণ নিয়ে জল্পনা

পদত্যাগ করেছেন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান। সুয়েলার দাবি, ব্যক্তিগত ইমেইল থেকে সরকারি নথি পাঠিয়েছিলেন। নিয়ম লঙ্ঘনের জন্যই পদত্যাগ করেছেন। যদিও আদৌ সেটাই কারণ কিনা, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

বুধবার টুইটারে ইস্তফাপত্র নিজের ইস্তফাপত্র পোস্ট করে ব্রেভারম্যান দাবি করেছেন, অভিবাসন-সংক্রান্ত সরকারি নীতির পক্ষে সমর্থন জোগাড়ের উদ্দেশ্যে ব্যক্তিগত ইমেইল থেকে এক 'সংসদীয় সতীর্থকে' ইমেইল পাঠিয়েছিলেন। তার ফলে লঙ্ঘিত হয়েছে নিয়ম। অভিবাসন-সংক্রান্ত ওই নথির বেশিরভাগটাই এমপিরা জানলেও ইস্তফা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন ব্রেভারম্যান।

স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফাপত্র গ্রহণ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী লিস ট্রুস। তিনি বলেছেন, 'আপনার ইস্তফাপত্র গ্রহণ করছি এবং আপনি যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, সেটার প্রতি সম্মান প্রদর্শন করছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মন্ত্রিত্বের ক্ষেত্রে নিয়ম পালন করা হবে এবং মন্ত্রিসভার গোপনীয়তা বজায় রাখা হবে।'
সূত্র : হিন্দুস্তান টাইমস