Naya Diganta

নেত্রকোনায় কবি হেলাল হাফিজের ৭৫তম জন্মবার্ষিকী পালিত

নেত্রকোনায় কবি হেলাল হাফিজের ৭৫তম জন্মবার্ষিকী পালিত

বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি, তারুণ্যের প্রতীক ও অন্যতম আধুনিক কবি হেলাল হাফিজের ৭৫তম জন্মবার্ষিকী পালিত হলো তার নিজ জন্মস্থান নেত্রকোনায়।

গতকাল সকালে হিমু পাঠকআড্ডার আয়োজনে কবির বিদ্যাপীঠ স্থানীয় দত্ত উচ্চ বিদ্যালয় রেইনট্রিতলায় কবি, সাহিত্যিক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজনের উপস্থিতিতে কবির জন্মদিন পালিত হয়।

হিমু পাঠকআড্ডার প্রতিষ্ঠাতা সাংবাদিক আলপনা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কবির শৈশবের সহপাঠি ও বন্ধু, বিএনবি নেত্রকোনা চক্ষু হাসপাতালের সভাপতি মতিয়র রহমান তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার মো: ফখরুজ্জামান জুয়েল, সাংবাদিক শ্যামলেন্ধু পাল ও কবির অপর সহপাঠি হায়দার জাহান চৌধুরী প্রমুখ।

কবিতা পাঠ করেন এ প্রজন্মের কবি তানভীর জাহান চৌধুরী ও তানভীর হায়াত খান প্রমুখ।

সমবেত শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

আলপনা বেগম কবির এ বিদ্যাপীঠের রেইনট্রিতলাকে ‘কবি হেলাল হাফিজ চত্বর’ হিসেবে ঘোষণা দেয়ার জোর দাবি জানান।