Naya Diganta

শিবচরে মা ইলিশ রক্ষায় আজ থেকে শুরু হচ্ছে অভিযান

শিবচরে মা ইলিশ রক্ষায় আজ থেকে শুরু হচ্ছে অভিযান

চলতি বছর প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ শুক্রবার (৭ অক্টোবর) পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান শুরু হচ্ছে। নিষিদ্ধ সময়ে ইলিশ ধরা বন্ধে মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদী এবং চর এলাকার নানা স্থানে অভিযান চলবে বলে জানিয়েছে শিবচর উপজেলা প্রশাসন।

শিবচর মৎস্য অফিস সূত্র জানিয়েছে, শুক্রবার (৭ অক্টোবর) থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুমে। এ সময় ডিম ছাড়তে মা ইলিশ পদ্মাসহ বিভিন্ন নদ-নদীতে আসে। বিশেষ করে পদ্মা নদীতে এ সময়ে ইলিশের আধিক্য বেশি থাকে। মা ইলিশ রক্ষায় নদীতে ইলিশ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এ বিষয়ে জেলেদের সচেতন করতে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌপুলিশ একাধিক সভা করেছে। ইলিশ ধরা বন্ধে শিবচরের পদ্মা নদী এবং চর এলাকাতে নিয়মিত বিশেষ অভিযান চলবে। এছাড়াও পদ্মায়
অভিযানের জন্য এ বছর দুটি লঞ্চ রাখা হচ্ছে বলেও জানা গেছে। জরুরি প্রয়োজনে অভিযান পরিচালনায় লঞ্চ দুটি ব্যবহার করা হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, আমরা নিয়মিত জনসচেতনতামূলক সভা করছি। জেলেদের তালিকা প্রস্তুত রয়েছে। বরাদ্দও এসেছে। শিগগিরিই তালিকাভুক্ত জেলেদের চাল-ডালসহ সরকারি সহায়তা দেয়া হবে।

তিনি আরো বলেন, পদ্মার চরাঞ্চলে অস্থায়ী হাট বসিয়ে অসাধু জেলেরা ইলিশ বিক্রি করেন। আমরা দুই/একদিনের মধ্যেই এসব হাট ভেঙে দিতে অভিযান চালাব।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম বলেন, ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। রাত ১২টার পরই অভিযান শুরু হবে। ২২ দিন নিয়মিত অভিযান চলবে।

উল্লেখ্য, ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে।