Naya Diganta

রাজধানীতে গতির পাল্লা দিতে গিয়ে বাস উল্টে আহত ১০

রাজধানীতে গতির পাল্লা দিতে গিয়ে বাস উল্টে আহত ১০

রাজধানীর বিমানবন্দর সড়কে গতির পাল্লা দিতে গিয়ে বাস উল্টে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকাল ৮টার দিকে গাজীপুর থেকে আজিমপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় উল্টে যায় বাসটি।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসী সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৮টার দিকে আব্দুল্লাহপুর থেকে আজিমপুরগামী ভিআইপি-২৭ পরিবহনের দুটি বাস শেওড়া রেলগেট এলাকায় আগে যাওয়া নিয়ে রেষারেষি করতে থাকে। এরমধ্যে বেপরোয়া গতির কারণে ও অপর বাসের ধাক্কায় আরেকটি বাস রাস্তায় উল্টে যায়। এ ঘটনায় কমপক্ষে ১০ থেকে ১২ জন যাত্রী আহত হয়েছেন। যাত্রীদের অনেকেই আশেপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আবার অনেককে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি আরো বলেন, প্রাথমিকভাবে জানা গেছে আহতদের আঘাত তেমন গুরুতর নয়। এছাড়া কেউ গুরুতর আঘাত পেয়েছে বলে আমাদের কাছে এখনো পর্যন্ত তথ্য নেই। বাসটি সড়কে পড়ে আছে। আমরা সেটি সরিয়ে দিতে জন্য কাজ করছি।