Naya Diganta

আর্জেন্টিনার বিশ্বকাপের কোচ এখন সেভিয়ার দায়িত্বে

আর্জেন্টিনার বিশ্বকাপের কোচ এখন সেভিয়ার দায়িত্বে

গত বিশ্বকাপে ছিলেন আর্জেন্টিনার কোচ। বিশ্বকাপে মেসিদের দ্বিতীয় রাউন্ডে বিদায়ের পর বাদ পড়েন তিনি। সেই জর্জ সাম্পাওলি এবার কোনো জাতীয় দলেরই কোচ নন। ২০১৫ সালে চিলিকে প্রথমবারের মতো কোপা আমেরিকা জেতানো এই কোচ অবশ্য বেকার নন। গত দুই বছর ছিলেন ফরাসী ক্লাব অলিম্পিক মার্শেইয়ের কোচ। আর এবার এই আর্জেন্টাইনকে হেড কোচের দায়িত্ব দিয়েছে স্পেনের ক্লাব সেভিয়া।

২০১৬-১৭ মৌসুমেও সেভিয়ার কোচ ছিলেন তিনি। আর্জেন্টিনার দায়িত্ব হারানোর পর সাম্পাওলি ছিলেন ব্রাজিলের সান্তোস ও অ্যাথলেটিকো মিনেইররো কোচ। ব্রাজিল লিগে তার অধীনে দল দুটির অবস্থান ছিল যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়। অলিম্পিক মাশেইকে ২০২০-২১ সিজনে পঞ্চম স্থান পাইয়ে দেয়ার পর গতবার লিগ রানার্সআপ করেন। সে সুবাদে চ্যাম্পিয়ন্স লিগে খেলার ছাড়পত্র পাওয়া। আর উয়েফা কনফারেন্স লিগে মার্শেইকে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে যান।