Naya Diganta

বাংলাদেশী ৩ শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসঙ্ঘ মহাসচিবের শোক

জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষা মিশনে অপারেশন কার্যক্রম পরিচালনাকালে তিন বাংলাদেশী শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

মঙ্গলবার নিউইয়র্ক থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।

জাতিসঙ্ঘের মহাসচিব জানান, শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধের শামিল হতে পারে। তিনি বিবৃতিতে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সরকারকে এর পেছনে যারা জড়িত তাদের খুঁজে বের করার তাগিদ দেন।

আহত আরেক বাংলাদেশী শান্তিরক্ষীর দ্রুত আরোগ্য কামনা করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান জাতিসঙ্ঘের মহাসচিব।

সোমবার রাতে বাংলাদেশী শান্তিরক্ষীদের একটি বহর টহল থেকে ফেরার সময় পথে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) বিস্ফোরণ ঘটে। এতে তিন বাংলাদেশী শান্তিরক্ষী নিহত এবং একজন আহত হন।