Naya Diganta

ঝুঁকিপূর্ণ ইয়াংছা সেতুতে আতঙ্ক নিয়ে চলাচল

চকরিয়া-লামা-আলীকদম সড়কের ইয়াংছা খালের ওপর ঝুঁকিপূর্ণ বেইলি সেতু : নয়া দিগন্ত

কক্সবাজার জেলার চকরিয়া, বান্দরবান জেলার লামা ও আলীকদম উপজেলার সাথে সংযোগ স্থাপনকারী সড়কের ওপর ইয়াংছা বেইলি সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় এটি ভেঙে পড়ে মারাত্মক দুর্ঘটনা ঘটাতে পারে। তিন উপজেলার কয়েক হাজার যাত্রী ও যানবাহন এই সেতুর উপর দিয়ে চলাচল করে।
বান্দরবান জেলার দুর্গম লামা ও আলীকদম উপজেলার সাধারণ মানুষের সড়কপথে যোগাযোগের একমাত্র সড়ক এটি। চকরিয়া উপজেলার যাত্রীরাও ওই দুই উপজেলা সদরে যোগাযোগের জন্য এই সড়কটিকে ব্যবহার করে। কিন্তু সেই সড়কের এই সেতুটির উপরের পাটাতনের বিভিন্ন অংশ ক্ষয়ে গেছে। যেকোনো সময় এটি ভেঙে পড়তে পারে।
বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন ইয়াংছা সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এর আগে সেতুর পাশে লাল পতাকা টাঙ্গিয়ে সামান্য মেরামতের কাজ করা হয়; কিন্তু এতে বিপদের ঝুঁকিটা রয়েই গেছে। কারণ সেতুর উপর দিয়ে পাথর ও কাঠ বোঝাই ২৫-৩০ টন ওজনের ভারী গাড়িও চলাচল করে। তাই এলাকার জনসাধারণের স্বার্থে সেতুটি জরুরি ভিত্তিতে পুনঃনির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী।