Naya Diganta

পঞ্চম শ্রেণীর প্রস্তুতি : বিজ্ঞান- পর্বসংখ্যা-৭৯

সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘সপ্তম অধ্যায় : স্বাস্থ্যবিধি’ থেকে আরো ১০টি শূন্যস্থান পূরণ করো নিয়ে আলোচনা করা হলো।

শূন্যস্থান পূরণ করো
১৫. বসন্তের গুটি --- যাওয়ার সময় এর জীবাণু ছড়ায় বেশি।
উত্তর : বসন্তের গুটি শুকিয়ে যাওয়ার সময় এর জীবাণু ছড়ায় বেশি।
১৬. হাঁচি-কাশির সময় --- দিয়ে নাক-মুখ ঢেকে রাখতে হয়।
উত্তর : হাঁচি-কাশির সময় মাস্ক বা রুমাল দিয়ে নাক-মুখ ঢেকে রাখতে হয়।
১৭. সরকারি স্বাস্থ্যকেন্দ্রে --- রোগের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে।
উত্তর : সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যক্ষ্মা রোগের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে।
১৮. এনোফিলিস-জাতীয় স্ত্রী মশার কামড়ে --- হয়।
উত্তর : এনোফিলিস-জাতীয় স্ত্রী মশার কামড়ে ম্যালেরিয়া হয়।
১৯. কিউলেক্স মশার কামড়ে --- রোগ হয়।
উত্তর : কিউলেক্স মশার কামড়ে গোদ রোগ হয়।
২০. এইচ ওয়ান এন ওয়ান নামক ভাইরাসের কারণে --- হয়।
উত্তর : এইচ ওয়ান এন ওয়ান নামক ভাইরাসের কারণে সোয়াইন ফ্লু হয়।
২১. এডিস মশা সাধারণত সকাল এবং --- পূর্বে কামড়ায়।
উত্তর : এডিস মশা সাধারণত সকাল এবং সন্ধ্যার পূর্বে কামড়ায়।
২২. এইচআইভি নামক ভাইরাসের কারণে --- হয়।
উত্তর : এইচআইভি নামক ভাইরাসের কারণে এইডস হয়।
২৩. ফুলের টবে জমে থাকা পানি হলো এডিস মশার----।
উত্তর : ফুলের টবে জমে থাকা পানি হলো এডিস মশার আবাসস্থল।
২৪. বাতজ্বরের কারণ হলো --- নামক এক ধরনের জীবাণু।
উত্তর : বাতজ্বরের কারণ হলো স্ট্রেপটোক্কাস নামক এক ধরনের জীবাণু।