Naya Diganta

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘অধ্যায়-৫ : সামাজিকীকরণ ও উন্নয়ন’ থেকে আরো ১০টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

১১। স্থানীয় সমাজ বলতে কী বোঝায়?
ক. পাহাড়ি অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী
খ. নদীতীরবর্তী অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী
গ. গারোদের নিজস্ব সমাজ
ঘ. নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী
১২। শৈশবে শিশুর কাছে কার আকর্ষণ অপ্রতিরোধ্য?
ক. বোনের খ. ভাইয়ের
গ. বন্ধুর ঘ. বাবার
১৩। শিশুরা সঙ্গী-সাথীদের মাধ্যমে নিচের কোনটি অর্জন করতে পারে?
ক. সহমর্মিতা ও নেতৃত্ব
খ. সহযোগিতা ও প্রজ্ঞা
গ. সহনশীলতা ও ধনসম্পদ
ঘ. নেতৃত্ব ও দূরদর্শিতা
১৪। কোনটি পরস্পরের সাথে মিলিত হওয়ার অপূর্ব সুযোগ তৈরি করে দেয়?
ক. রেডিও খ. শিক্ষাপ্রতিষ্ঠান
গ. টেলিভিশন ঘ. চলচ্চিত্র
১৫। মানুষকে সচেতন ও সংগঠিত করার কাজটি করে থাকে-
ক. শিক্ষাপ্রতিষ্ঠান
খ. স্থানীয় সমাজ
গ. রাজনৈতিক প্রতিষ্ঠান
ঘ. সংবাদপত্র
১৬। সমাজিকীকরণের গুরুত্বপূর্ণ বাহন হলো-
ক. শিশুরা খ. সমবয়সী সাথী
গ. পিতামাতা ঘ. ভাইবোন
১৭। গণমাধ্যম বলতে কী বুঝায়?
ক. সংবাদ, মতামত ও বিনোদন পরিবেশনের মাধ্যম
খ. শুধু বিনোদন পরিবেশনের মাধ্যম
গ. শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম
ঘ. শুধু মতামত পরিবেশনের মাধ্যম
১৮। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কী বুঝায়?
ক. তথ্য সংরক্ষণ ও ব্যবহার করার প্রযুক্তি
খ . শুধু তথ্য সংরক্ষণ করার প্রযুক্তি
গ. শুধু তথ্য ব্যবহার করার প্রযুক্তি
ঘ. বৈজ্ঞানিক আবিষ্কারের প্রযুক্তি
১৯। দেশ ও বিদেশের মানুষের মাঝে সম্পর্ক আর সংযোগ সৃষ্টির অন্যতম বাহন কোনটি?
ক. শুধু গণমাধ্যম খ. প্রিন্টিং মিডিয়া
গ. গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তি ঘ. শুধু তথ্যপ্রযুক্তি
উত্তর : ১০। গ, ১১। ঘ, ১২। গ, ১৩। ক, ১৪। খ, ১৫। গ, ১৬। খ, ১৭। ক, ১৮। ক, ১৯। গ।