Naya Diganta

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি : সাধারণ জ্ঞান

সুপ্রিয় ২০২৩ সালের ক্যাডেট কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘সাধারণ জ্ঞান’ বিষয় থেকে ১৫টি প্রশ্নের উত্তর দাও নিয়ে আলোচনা করা হলো।
প্রশ্ন: নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
ক। পিরামিড কোন সভ্যতার নিদর্শন?
উত্তর : মিসরীয় সভ্যতা।
খ। হায়ারোগ্লিফিক কী?
উত্তর : লিখনী পদ্ধতির নাম।
গ। সিন্ধু সভ্যতার বড় দু’টি নগরের নাম কী?
উত্তর : হরপ্পা ও মহেঞ্জোদারো ।
ঘ। উয়ারী বটেশ্বর কখন গড়ে উঠে?
উত্তর : ২৫০০ বছর পূর্বে ।
ঙ। ইরানের প্রাচীন নাম কী?
উত্তর : পারস্য।
চ। জীবের প্রধান দু’টি বৈশিষ্ট্য লিখ।
উত্তর : চলন/প্রজনন।
ছ। নগ্নবীজী উদ্ভিদের উদাহরণ দাও।
উত্তর : সাইকাস, পাইনাস।
জ। রেচন পদ্ধতি কী?
উত্তর : দেহে উৎপাদিত বর্জ্য পদার্থ বের করে দেয়া।
ঝ। ATM এর পূর্ণরূপ লিখ।
উত্তর : Automated Teller Machine
ঞ। ই-বুক কী?
উত্তর : যার মাধ্যমে পুস্তকের সফট কপি পড়া যায়।
প্রশ্ন : শূন্যস্থান পূরণ করো।
ক। ‘মেসোপটিয়া’ শব্দের অর্থ ---।
খ। --- ও---তীরে চীন সভ্যতা গড়ে উঠে।
গ। সিন্ধু সভ্যতা হচ্ছে ভারত উপমহাদেশে প্রথম --- সভ্যতা।
ঘ। ICT এর পূর্ণরূপ ---।
ঙ। ---অপুষ্পক উদ্ভিদের মধ্যে উন্নতম।
উত্তর : ক। ‘মেসোপটিয়া’ শব্দের অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি।
খ। হোয়াংহো ও ইয়াংসিকিয়াং তীরে চীন সভ্যতা গড়ে উঠে।
গ। সিন্ধু সভ্যতা হচ্ছে ভারত উপমহাদেশে প্রথম নগর সভ্যতা।
ঘ। ICT এর পূর্ণরূপ Information and Communication Technology।
ঙ। ফার্ণ অপুষ্পক উদ্ভিদের মধ্যে উন্নতম।
প্রশ্ন : সত্য/মিথ্যা নির্ণয় করো।
ক। সিন্ধু সভ্যতার অপর নাম হরপ্পা সভ্যতা।
উত্তর : সত্য।
খ। হিউয়েন সাং ছিলেন ইরানের পরিব্রাজক।
উত্তর : মিথ্যা।
গ। কুমির ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়।
উত্তর : মিথ্যা।
ঘ। উদ্ভিদের প্রজনন ক্ষমতা আছে।
উত্তর : সত্য।
ঙ। দূর থেকে টেলিফোনে চিকিৎসা দেয়াকে টেলিমেডিসিন বলে।
উত্তর : সত্য।