Naya Diganta

ইরানে শক্তিশালী ভূমিকস্প, আহত ২৭৬

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ২৭৫ জন।

স্থানীয় সময় বুধবার পাঁচ দশমিক সাত মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। 

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল পশ্চিম আজারবাইজান প্রদেশের খোয়ে শহরের কাছাকাছি।

ওই অঞ্চলের জরুরি স্বাস্থ্যসেবা সংস্থা জানায়, ভূমিকম্পে কমপক্ষে ২৭৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৬৮ জনের আঘাত গুরুতর নয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল খোয়ে শহর থেকে ১১.৬ কিলোমিটার দুরে এবং ১০ কিলোমিটার গভীরে।

এর আগে জার্মান রিসার্চ সেন্টার (জিএফজেড) জানায়, ভূমিকম্পের মাত্রা পাঁচ দশমিক পাঁচ। এবং কেন্দ্রস্থল আর্মেনিয়া-আজারবাইজান-ইরান সীমান্তের কাছাকাছি।