Naya Diganta

জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

রাজধানী ইসলামাবাদের একটি আদালত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন আদেশ মঞ্জুর করেছে। গ্রেফতারি ফরওয়ানার এক দিন পর তিনি এ জামিন পেয়েছেন।

রোববার ইসলামাবাদ উচ্চ আদালত তাকে জামিন দেন। একইসাথে আগামী ৭ অক্টোবর তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ দিন প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

এর আগে গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন সিনিয়র সিভিল জজ রানা মুজাহিদ রহিম। গত ২০ আগস্ট এক সমাবেশে বিচারক ও পুলিশ কর্মকর্তাদের নামে মামলার হুমকি এবং একজন বিচারককে নিয়ে মন্তব্যের জেরে ইমরানের বিরুদ্ধে মামলা হয়েছিল। মামলার শুনানিতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে ওই পরোয়ানা জারি করা হয়।

এ ঘটনায় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ইমরান খানের বাড়ির সামনে জড়ো হয়। পরে সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এ মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতার না করার ইঙ্গিত দেন। তিনি বলেন, পরোয়ানাটি নিয়মিত ও জামিনযোগ্য। ফলে গ্রেফতারের কোনও প্রশ্ন নেই। এরমধ্যেই রবিবার তাকে জামিন দেন আদালত।

সূত্র : আলজাজিরা