Naya Diganta

পাকিস্তানকে হারানোর প্রত্যয়

প্রথম ম্যাচে থাইল্যান্ডকে হারানোর পর পাকিস্তানের পরিসংখ্যানের দিকে না তাকিয়ে অনুশীলনে নির্ভার নিগার বাহিনী : বিসিবি

মহিলা এশিয়া কাপ ক্রিকেটে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টি-২০ পরিসংখ্যানে পাকিস্তান এগিয়ে থাকলেও ঘরের মাঠ বলে জয়ের জন্যই পাখির চোখ করে আছে রুমানারা। সকাল ৯টায় শুরু হবে ম্যাচটি।
পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মাত্র একটি জয়। ২০১৮ সালে মালয়েশিয়াতে ৭ উইকেটে হারিয়েছিল। ওই টুর্নামেন্টেই ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছিল মেয়েরো। এরপর সেই পাকিস্তানের সাথে টানা ছয়টি ম্যাচ হেরেছে লাল-সবুজের মেয়েরা। সেই হারের বৃত্ত ভাঙতে পাকিস্তানের জ্বলে ওঠার বিকল্প নেই টাইগ্রেসদের।
থাইল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে এশিয়া কাপের মিশনটা দারুণ হয়েছে বাংলাদেশের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে একই ধারা মেয়েরা বজায় রাখতে চায় বাকি সব ম্যাচেও। তবে পাকিস্তানের ম্যাচের আগে টাইগ্রেসদের চোখ রাঙাচ্ছে নেতিবাচক রেকর্ড। ওয়ানডেতে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মেয়েদের রয়েছে একাধিক জয়ের রেকর্ড। ১২ বারের মোকাবেলায় দুই দলের জয়ই ছয়টি করে। কিন্তু টি-২০ ক্রিকেটে দুই দলের ব্যবধানটা অনেক। ১৫ বারের মোকাবেলায় বাংলাদেশের জয় মাত্র একটি, বাকি ১৪টিতে জয় পাকিস্তানের।
বাংলাদেশের মতো এশিয়া কাপে দারুণ শুরু করেছে পাকিস্তানও। গতকাল মালয়েশিয়াকে ৯ উইকেটে হারিয়েছে। আগে ব্যাট করতে নেমে মালয়েশিয়ার মেয়েরা করে ৯ উইকেটে ৫৭ রান। জবাবে ৯ ওভারেই এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় পাকিস্তান। সেই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে পরিকল্পনা দলের তারকা অলরাউন্ডার রুমানা আহমেদ বলেন, ‘পরিকল্পনা তো আসলে ওভাবে নেয়ার কিছু নেই। ওদের সঙ্গে বেশ কিছু ম্যাচ খেলেছি, ওয়ানডে ও টি-২০ দুটোই। এখন অবধি যেভাবে প্রস্তুত আছি, ওদের সঙ্গে খেলার জন্য যথেষ্ট।’
তিনি যোগ করেন, ‘শক্তভাবেই এগোচ্ছি। শেষ কয়েকটা টুর্নামেন্টে আমাদের মেয়েরা অনেক ভালো করেছে। ইনফ্যাক্ট আমাদের বড় কিছু অর্জন করার লক্ষ্য। আমি চেষ্টা করি সবসময় দলকে অলরাউন্ড পারফরম্যান্স দিতে। ওই ধারাবাহিকতাই রাখার চেষ্টা করব। সামনে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ। ব্যাটে-বলে অবদান রাখার চেষ্টা করব।’
পাকিস্তানকে ঘায়েল করার টার্গেট নিয়ে রুমানা বলেন, ‘ওরা স্পিন বল ভালো খেলে। কিন্তু স্পিন দিয়েই তো ওদের বরাবর অ্যাটাক করেছি। এখানেও পাকিস্তানকে হারাতে আমাদের স্পিন এনাফ। শেষ বিশ্বকাপে আমরা ওদের হারিয়েছি। বেশ কিছু এচিভমেন্ট আছে ওদের বিপক্ষে।’
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ শেষ টি-২০ খেলেছে ২০১৯ সালের অক্টোবরে। লাহোরে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের মেয়েরা হোয়াইটওয়াশ হয়েছিল। তবে ঘরের মাঠ বলেই এবার আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। রুমানার মতে, ‘ওরাও প্রস্তুত হয়ে এসেছে। আমরা আমাদের অ্যাটাকেই চলব। ওদের লাস্ট যেটা হারিয়েছি, ওডিআই ছিল। এখন টি-২০তে নিজেদের সেরাটা দিব। হার-জিত এটা খেলার পর বোঝা যাবে, কিন্তু আমরা নিজেদের সেরাটা দেবো।’