Naya Diganta

রাজশাহী পুলিশ সুপার পরিচয়ে পুলিশের সাথে প্রতারণায় ১০ বছরের সাজা

রাজশাহী পুলিশ সুপার পরিচয়ে পুলিশের সাথে প্রতারণায় ১০ বছরের সাজা

পুলিশ সুপার (এসপি) পরিচয় দিয়ে এক পুলিশ সদস্যের কাছ থেকে পৌনে দুই লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দায়ের করা মামলায় সোহাগ মাহমুদ বাপ্পী ওরফে রনি (৩১) নামে এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে আসামিকে ১০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ১২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

রোববার (০২ অক্টেবর) সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত সোহাগ মাহমুদ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া গ্রামের মো: সালাহউদ্দিনের ছেলে।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।

মামলার তদন্তকালে সোহাগ মাহমুদ গ্রেফতার হয়েছিলেন। জামিনে মুক্তি পেয়ে বর্তমানে তিনি পলাতক।

আদালত সূত্রে জানা গেছে, বগুড়া পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল রবিউল ইসলাম ২০১৯ সালের ২৮ অক্টোবর মামলাটি করেন। তার বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলায়। মামলার এজাহারে তিনি কোনো আসামির নাম উল্লেখ করেননি। তবে পুলিশের তদন্তে সোহাগ মাহমুদ ধরা পড়েন। সোহাগ মাহমুদ মোবাইলফোনে বগুড়া জেলা পুলিশ সুপার পরিচয় দিয়ে কনস্টেবল রবিউলের কাছ থেকে এক লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেন। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে কনস্টেবল রবিউল বগুড়া সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরে সোহাগ মাহমুদকে গ্রেফতার করা হয়। এরপর তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। আদালতে তার বিচার শুরু হয়। এরই মধ্যেই জামিন নিয়ে লাপাত্তা হয়ে যান তিনি। সাক্ষ্য গ্রহণ শেষে আসামির অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়।