Naya Diganta

টাইগারদের বিশ্বকাপ যাত্রাকালে ছিল না আনুষ্ঠানিকতা

বিশ্বকাপ যাত্রাকালে ছিল না আনুষ্ঠানিকতা

দুই রাতে আগেই দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আপাতত গন্তব্য নিউজিল্যান্ড হলেও মূল লক্ষ্য বিশ্বকাপ। যদিও যাওয়ার আগে শিরোপা জয় কিংবা সেমিফাইনাল খেলতে চাই, এমন কোনো বার্তাই দেয়নি ক্রিকেটাররা, তবুও তাদের ঘিরে বাস্তবতা দেখেও সমর্থকদের স্বপ্নটা আকাশ সমান বড়। তবে ক্রিকেটারদের ভাবনায় শুধুই ‘উন্নতি।’

বিশ্বকাপের মতো এক আসরে খেলতে যাচ্ছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই দেশজুড়ে ছড়িয়েছে এর আমেজ। জার্সিটাও তৈরী করেছে বিসিবি মনের মতো করে; জামদানি, সুন্দরবন আর বাঘের সাজে। এতো সব পূর্ণতার ভেতরেও রয়েছে একটুখানি অপূর্ণতা। অনেকটা নীরবেই যেন দেশ ছেড়েছেন ক্রিকেটাররা।

স্বাভাবিকভাবে যেকোনো বড় টুর্নামেন্টের আগেই দলীয় ফটোসেশান হয়ে থাকে। তবে সেই রীতি মানা হয়নি এবার, হয়নি দলীয় কোনো ফটোসেশান। ছিল না কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও। মূল কারণটা হয়তো সাকিব আল হাসানই হবেন। দলের মূল অধিনায়কই যে নেই দলের সাথে। ফলে আনুষ্ঠানিকতাও থেমে যায় সেখানে।

মূলত, বিশ্বকাপের প্রস্তুতি নেয়ার অংশ হিসেবেই সাকিবকে সিপিএল খেলার সুযোগ করে দেয় বিসিবি। ফলে পাওয়া যায়নি তাকে আরব আমিরাত সিরিজে, দেশও ছাড়েননি দলের সাথে। সরাসরি দলের গিয়ে যুক্ত হবেন তিনি নিউজিল্যান্ডে।