Naya Diganta

করোনায় ৫ জনের মৃত্যু : শনাক্তের হার ১৫

দেশে করোনায় ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৪৮০ জনের। এর আগে গত সোমবার করোনায় ছয়জনের মৃত্যু হয়েছিল। ওই দিন শনাক্ত হয়েছিল ৭১৮ জনের।
স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় সারা দেশে তিন হাজার ১৪১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৫ দশমিক ২৮। আগের দিন এ হার ছিল ১৪ দশমিক ৬৬। ওই দিন একজন মারা যান ও করোনা শনাক্ত হয় ৭০৮ জনের।
এখন পর্যন্ত দেশে ২০ লাখ ২৫ হাজার ৬৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৫ হাজার ৬৩১ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৩৬৮ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও রংপুর বিভাগে দু’জন করে এবং সিলেটে একজন করোনায় মারা যান।