Naya Diganta

মুসিয়ালা নৈপুণ্যে লেভারকুজেনকে উড়িয়ে দিলো বায়ার্ন

তরুণ অ্যাটাকার জামাল মুসিয়ালার অসাধারণ নৈপুণ্যে বুন্দেসলিগায় বায়ার লেভারকুজেনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠ আলিয়াঁজ এরেনাতে ১৯ বছর বয়সী মুসিয়ালা এক গোল করেছেন, দু’টি করিয়েছেন। ৮১ মিনিটে বদলি বেঞ্চে যাওয়ার আগে স্বাগতিক সমর্থকরা তাদের ভবিষ্যৎ তারকাকে অভিবাদন জানাতে ভুল করেননি। তিনি ছাড়া স্কোর শিটে আরো নাম লিখিয়েছেন সাদিও মানে, লেরয় সানে ও থমাস মুলার।
এর আগে লিগে টানা চার ম্যাচে জয়বিহীন ছিল বায়ার্ন। কাল শুরু থেকেই আক্রমণের ধার বাড়াতে থাকে বেভারিয়ান্সরা। তারই ধারাবাহিকতায় ২ মিনিটে মুসিয়ালার লো ক্রসে লেরয় সানে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুসিয়ালা। ৩৯ মিনিটে আবারো গোলের জোগান দিয়েছেন মুসিয়ালা। এবার তার অ্যাসিস্টে বল জালে পাঠান সানে। ২১ আগস্ট বুন্দেসলিগায় বায়ার্নের সর্বশেষ জয়ের ম্যাচে গোল করার পর এটি ছিল মানের প্রথম গোল। ৮৪ মিনিটে মুলার দলের হয়ে চতুর্থ গোলটি করেন।
এবারের মৌসুমে লেভারকুজেনের দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না। এ পর্যন্ত আট ম্যাচে তারা মাত্র একটিতে জয়ী হয়েছে। এর মধ্যে জার্মান কাপে তৃতীয় টায়ারের দল এসভি এলভার্সবার্গের বিপক্ষে পরাজিত হয়ে বিদায় নেয়াটা ছিল অত্যন্ত হতাশার। এ নিয়ে এবারের মৌসুমে তারা ১৬ গোল হজম করল, বুন্দেসলিগায় যা দ্বিতীয় সর্বোচ্চ।