Naya Diganta

পরিকল্পনা অনুযায়ী এগিয়েছি : নিগার

এশিয়া কাপের শুরুটা চমৎকার হয়েছে। ব্যাটিং বোলিং ফিল্ডিং নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল। ম্যাচ শেষে ব্যাটিং নিয়ে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আমাদের সবসময় পরিকল্পনা থাকে পাওয়ার প্লে ভালোমতো ব্যবহার করা। শামীমা আপু অসাধারণ ব্যাটিং করেছে। পাশাপাশি পিংকি খুব ভালো সাপোর্ট দিয়ে গেছে। আমরা ভালো একটা স্টার্ট এবং ব্যাটারদের ইনটেনশন নিয়ে যেটাই বলেন, আমরা সবসময় এটা নিয়েই চিন্তা করি। আমাদের ইনটেন্টটা যেন ভালো থাকে।’
বোলারদের কৃতিত্বও কম নয়। প্রতিপক্ষকে অল্পতে বেঁধে রেখেছিল তারা। এ প্রসঙ্গে জ্যোতি বলেন, ‘বোলাররা কিন্তু সবসময় ভালো করে। ব্যাটাররাও পাশাপাশি খুব ভালো কন্ট্রিবিউট করে টিমের জন্য। আমাদের প্ল্যান ছিল প্রতিপক্ষকে একশর নিচে আটকে রাখা। সে ক্ষেত্রে বোলাররা আরো বেশি ভালো করেছে। যেমন পাওয়ার প্লেতে আমরা কিন্তু বাউন্ডারি হতে দেইনি, যা খুব গুরুত্বপূর্ণ।’
লক্ষ্য বড় ছিল না। তার পরও বাংলাদেশের ব্যাটিং ছিল আগ্রাসী। জ্যোতি যোগ করেন, ‘টি-২০ ম্যাচ। বিষয়টা হচ্ছে আমরা যদি আগে ব্যাট করতাম তাহলেও কিন্তু আমাদের এই অ্যাপ্রোচেই ব্যাট করতে হতো। যখন আমরা ১০ ওভারে আশির কাছাকাছি রান করতে পারব তখন বাকি ১০ ওভারে আমরা আরো ভালো সংগ্রহ পেতে পারব। কারণ আমাদেরকে চিন্তা করতে হবে নেক্সটেও আমাদের খেলা আছে। প্রস্তুতিটা গুরুত্বপূর্ণ। আমরা স্কোর দেখিনি, আমাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়েছি।’