Naya Diganta

লালপুরে বাড়ছে দিনদুপুরে চুরি

নাটোরের লালপুরে থানার মূল ফটকের সামনের দোকানগুলোতে একের পর এক চুরির ঘটনা ঘটছে। সম্প্রতি দিনের বেলায় কমপে দুটি বিকাশ এজেন্টের দোকান চুরি হয়। শুক্রবার দুপুরে থানা গেট এলাকায় ফেক্সিলোড ব্যবসায়ী লিটন জুমার নামাজ আদায় করে ১০ মিনিট পর এসে দেখেন কে বা কারা দোকানের তালা ভেঙে দোকানের ড্রয়ার থেকে ২০ হাজার টাকা চুরি করেছে। থানার সিসি ক্যামেরা থাকলেও ঘটনাটি আওতার বাইরে হওয়ায় চোর শনাক্ত করা যায়নি। এর কিছুদিন আগে থানা গেটে রেজাউলের বিকাশ দোকান চুরি হয়। এ ছাড়া কয়েক দিনের ব্যবধানে উপজেলার আব্দুলপুর ও লালপুর বাজারে দিনের বেলায় বিকাশ এজেন্টের দোকানে চুরি হয়। এ নিয়ে আতঙ্কে ভুগছেন স্থানীয় বিকাশ ও মুদি দোকানদাররা।
এদিকে বৃহস্পতিবার দিনগত রাতে গোপালপুর উপজেলার সামনে লালপুর সাবরেজিস্ট্রার অফিসের দলিল লেখক রবিউল ইসলাম রান্টুর বাড়ি থেকে একটি ডিসকভারি ১০০ সিসি মোটর সাইকেল ও নগদ টাকাসহ দুটি মোবাইল ফোন চুরি করে। অন্যদিকে কিছুদিন আগে থানা গেটের সামনে খোরশেদ স্টোরের একটি ড্রামভর্তি সোয়াবিন তেল চুরি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় থানা এলাকায় দোকানি ও জনসাধারণের মধ্যে চুরি আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে লালপুর থানার ওসি মোহাম্মদ মোনোয়ারুজ্জামান জানান, পুলিশ এলাকায় জনসচেতনতা বৃদ্ধিসহ চুরি বন্ধের জন্য পুলিশ কাজ করছে।