Naya Diganta

সপ্তাহে চতুর্থবারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া পূর্ব উপকূলীয় সাগরের দিকে দু’টি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে। কোরিয়া উপদ্বীপে ঘিরে উত্তেজনা চড়তে থাকার মধ্যেই এক সপ্তাহে চতুর্থবারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং। শুক্রবার পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের নৌবাহিনী সাবমেরিন বিধ্বংসী এক ত্রিপক্ষীয় মহড়ায় অংশ নেয়, এর এক দিন পর শনিবার পরীক্ষামূলকভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া।
এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছে, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের উত্তরের সুনান থেকে দু’টি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এগুলো ৬ মাখ গতিতে ৩০ কিলোমিটার ওপর দিয়ে ৩৫০ কিলোমিটার দূরে গিয়ে পড়েছে। জাপানের কোস্ট গার্ড জানিয়েছে, পিয়ংইয়ং অন্তত দু’টি সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। সর্বোচ্চ ৫০ কিলোমিটার উচ্চতায় ওঠার পর একটি ক্ষেপণাস্ত্র ৪০০ কিলোমিটার ও অপরটি ৩৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে।