Naya Diganta

কুয়েতের নির্বাচনে ৬০ ভাগ আসন বিরোধীদের দখলে

কুয়েতের জাতীয় পরিষদ নির্বাচনে ৫০ টি আসনের ৬০ ভাগ বিরোধীদের দখলে রয়েছে। গত শুক্রবার সকালে সংসদীয় নির্বাচনের এ প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল অনুসারে নতুন করে গঠিত সংসদের ৫০ জন সদস্যের মধ্যে আগের সংসদের মাত্র ২৩ জন সদস্য তাদের আাসন ধরে রাখতে পেরেছেন। এ ছাড়া ২৭ জন নতুন সদস্য সংসদে স্থান পেয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনার এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় পরিষদ নির্বাচনে ৩০৫ জন প্রার্থী ছিলেন।
এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ২২ জন। প্রতিনিধিদের মধ্যে সাত থেকে ৯ জন শিয়া মতাবলম্বী। এ ছাড়া দু’জন প্রার্থী কারাগারে থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। কুয়েতের মুসলিম ব্রাদারহুডকে ইসলামিক কনসটিটিউশনাল মুভমেন্ট (হাদাস) বলা হয়। তারা এবারের নির্বাচনে পাঁচটি আসন পেয়েছে। আগের নির্বাচনেও এ সংখ্যা একই ছিল।
বৃহস্পতিবার উপসাগরীয় দেশ কুয়েতের ভোটাররা দু’বছরের মাথায় আবারো সংসদীয় নির্বাচনে ভোট দিলো।