Naya Diganta

দীর্ঘ মেয়াদী ক্ষতি কাটিয়ে উঠতে পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখতে হবে : জয়নাল আবেদীন

দীর্ঘ মেয়াদী ক্ষতি কাটিয়ে উঠতে পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখতে হবে : জয়নাল আবেদীন

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা উত্তর সেক্রেটারি, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন বলেছেন, যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকে জামায়াত। এবারের সিলেটের বন্যায়ও তার ব্যতিক্রম হয়নি। সমার্থ্যের সবটুকু নিয়ে বিপদগ্রস্তদের পাশে দাঁড়িয়েছিল মজলুম এ সংগঠন।

শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ধারাবাহিক পুনর্বাসন কার্যক্রমের আওতায় জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় হত-দরিদ্রদের মাঝে গৃহ নির্মাণের জন্য পৃথক ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, বন্যা চলেগেলেও ক্ষতিগ্রস্ত অনেক মানুষ এখনো ঘুরে দাঁড়াতে পারেনি। এখনো অনেক মানুষ পারেনি ভিটে-মাটিতে ফিরে যেতে। ক্ষতিগ্রস্ত সেইসব মানুষের পুনর্বাসনে ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামী। তিনি বলেন, বন্যার দীর্ঘ মেয়াদী ক্ষতি কাটিয়ে উঠতে পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

সিলেটের জৈন্তাপুর উপজেলার চতুলস্থ আল-মদিনা কমউিনিটি সেন্টারে অনুষ্ঠিত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন- মাওলানা গোলাম কিবরিয়া, জুবায়ের আহমদ, তাসলিম আলম, বীর মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড সদস্য ফাহিম আহমদ, নুরুল ইসলাম, কামাল আহমদ, শ্রমিকনেতা মখলিছুর রহমান, সুলতান আহমদ, আবুল হোসেন প্রমুখ।

গোয়াইনঘাট উপজেলার বারহাল এলাকায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক জালাল আহমদ চেয়ারম্যান, গোয়াইনঘাট উপজেলা আমির মাস্টার আবুল হোসাইন, জেলা শ্রমিক কল্যাণ নেতা মাওলানা নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপিত ডা: সাইফুল ইসলাম, জামায়াতনেতা সিরাজ উদ্দিন, কাজী ফরিদ আহমদ প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি