Naya Diganta

ভারতে ফাইভ-জি মোবাইল ইন্টারনেটের উদ্বোধন

ভারতে ফাইভ-জি মোবাইল ইন্টারনেটের উদ্বোধন

ভারতে ফাইভ-জি মোবাইল ইন্টারনেট পরিষেবার উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির টেলিকম ইতিহাসে এটি একটি বড় মাইলফলক।

শনিবার নয়াদিল্লির ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২২-এর ষষ্ঠ সংস্করণে ফাইভ-জি পরিষেবা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ সময় বলা হয়, এই মাসের শেষের দিকে ভারতের দিল্লি, মুম্বাই, কলকাতা ও হায়দ্রাবাদের মতো ১৩টি নির্বাচিত শহরে ফাইভ-জি চালু করা হবে। আগামী কয়েক বছরের মধ্যে পর্যায়ক্রমে অন্য শহরগুলোতে এর পরিষেবা বাড়ান হবে।

যানবাহন, রোবোটিক সার্জারি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তির জন্য দ্রুতগতির মোবাইল ইন্টারনেটের পঞ্চম প্রজন্ম বা ফাইভ-জি ব্যবহার করা হয়।

ফাইভ-জি শুধুমাত্র উচ্চগতিসম্পন্ন মোবাইল ইন্টারনেটের যুগের সূচনা করে না, ভারতের এক ট্রিলিয়ন ডলারের উচ্চাভিলাষী অর্থনীতির পরিকল্পনার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ।

সূত্র : ইউএনবি