Naya Diganta

অর্ধশতক স্পর্শ করতে পারলেন না শামিমা

অর্ধশতক স্পর্শ করতে পারলেন না শামিমা

বেজে উঠেছে এশিয়া কাপের দামামা। আজ থেকেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় এশিয়া কাপের অষ্টম আসর। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ মুখোমুখি হয় থাইল্যান্ডের। যেখানে সদ্য নারী বিশ্বকাপ কোয়ালিফায়ার চ্যাম্পিয়ন উজ্জীবিত স্বাগতিক বাংলাদেশের নারীদের সামনে দাঁড়াতেই পারেনি থাই নারীরা।

শুরুতে বোলিংয়ে থাইল্যান্ডকে চেপে ধরে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে মাত্র ৮২ রানেই থাইল্যান্ডকে থামিয়ে দেয় টাইগ্রীসরা। তবুও দিনশেষে ম্যাচ সেরা একজন ব্যাটার, নাম শামিমা সুলতানা।

বাংলাদেশ নারী দলের এই ওপেনার আউট হবার আগে খেলেন ৩০ বলে ৪৯ রানের এক ঝড়ো ইনিংস। ১০ চারের মারে ইনিংসটা সাজান শামিমা। তবে এতো সুন্দর ইনিংসটাও যেন পূর্ণতা পেল না। এতো সুন্দর শুরুর পরও বেদনাবিধুর শেষটা। এতো ভালো খেলেও পেলেন না অর্ধশতকের দেখা। থেমে যেতে হলো এক রান আগেই।

এর আগেও টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ারে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪০ বলে ৪৮ রানের ইনিংস খেলেন শামিমা। তবে সেদিনও স্পর্শ করতে পারেননি অর্ধশতকের মাইলফলক। ফিরে গেছেন ২ রান বাকী রেখেই।

এখন দেখার বিষয় ক্যারিয়ারের তৃতীয় টি-টোয়েন্টি অর্ধশতকটা পেতে অপেক্ষার প্রহর আর কতটা বাড়ে।