Naya Diganta

বগুড়ায় বাস উল্টে ২ নারী নিহত

বগুড়ার নন্দীগ্রামে বাস উল্টে তাহেরা খাতুন (২২) ও জুথি (২২) নামে দু’জন নারী নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা তাহেরা নন্দীগ্রাম উপজেলার রনজাই তেঘরি গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী এবং জুথি নাটোর জেলার সিংড়া উপজেলার হাপানিয়া গ্রামের জমসেদ আলীর মেয়ে।

জানা গেছে, বগুড়া থেকে একটি বাস নন্দীগ্রাম উপজেলার পণ্ডিতপুকুর যাওয়ার পথে নিয়ন্ত্রন হারিয়ে কাথম-কালিগঞ্জ সড়কে নন্দীগ্রাম উপজেলার দলগাছা নামক স্থানে সড়কের পাশে খাদে উল্টে যায়। এতে কমপক্ষে ১৫ জন আহত হন। স্থানীয় লোকজনের সহযোগিতায় নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদেরকে উদ্ধার করেন। আহতদের মধ্যে গুরুতর পাঁচজনকে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে দু’জনের মৃত্যু হয়।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনায় নিহত দু’জনের লাশ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। বাসটি জব্দ করা হয়। বাসের চালক, হেলপার পালিয়ে গেছে বলে জানান তিনি।