Naya Diganta

শেষ ওভারের জয়ে লিড পাকিস্তানের

সাত ম্যাচ টি-২০ সিরিজে পঞ্চম ম্যাচে শেষ ওভারে ১৫ রান প্রয়োজন ছিল মঈন আলীর দলের। ৮ রানের বেশি করতে পারেনি সফরকারীরা। পাকিস্তানের সংগ্রহ ১৪৫ রানের জবাবে ইংলিশদের ইনিংস শেষ হয় ১৩৯ রানে। ফলে ৬ রানের জয়ে সিরিজে ৩-২ এগিয়ে স্বাগতিকরা।
চতুর্থ ম্যাচে নাটকীয় জয়ে ২-২-এ সমতায় ফেরে পাকিস্তান। চতুর্থ ম্যাচে শেষ দুই ওভারে ৯ রান নিতে ব্যর্থ ইংল্যান্ড। ২০তম ওভারে চার রান করতে পারেনি ইংলিশরা। লাহোরে পঞ্চম টি-২০ ম্যাচে বাবর আজম অভিষিক্ত আমির জামালের হাতে বল তুলে দেন শেষ ওভারে। স্ট্রাইকিং প্রান্তে সেট ব্যাটার মঈন আলি। প্রথম দুই বল ডট, পরের বল ওয়াইড। তৃতীয় বলে ছক্কা। পরের তিন বলে ১ রান দিয়ে পাকিস্তানকে দুর্দান্ত জয় এনে দেন আমির জামাল।
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে পাকিস্তান। রিজওয়ানের ব্যাটিং নৈপুণ্যে ১৪৫ রানে থামে পাকিস্তানের ইনিংস ১৯ ওভারে অলআউটের মধ্য দিয়ে। রিজওয়ান ৪৬ বলে ২ চার, ৩ ছক্কায় ৬৩ রান করেন। ইংলিশ বোলার মার্ক উড ৩ উইকেট নেন।
লক্ষ্য ১৪৬ রান হলেও ইংল্যান্ড ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ৮৫ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়া ইংলিশ অধিনায়ক মঈন আলি ৩৭ বলে ২ চার, ৪ ছক্কায় অপরাজিত ৫১ রান করেও দলকে জয় উপহার দিতে ব্যর্থ। ৭ উইকেটে ১৩৯ রানে থামে ইনিংস। ৬ রানের জয়ে সিরিজে ৩-২-এ এগিয়ে পাকিস্তান। ম্যাচসেরা হন মোহাম্মদ রিজওয়ান। যষ্ঠ ম্যাচে লাহোরে আজ মুখোমুখি হবে দুই দল।