Naya Diganta

ছেলেকে বাঁচাতে গিয়ে মৌমাছির কামড়ে বাবার মৃত্যু : মা-ছেলে আহত

ছেলেকে বাঁচাতে গিয়ে মৌমাছির কামড়ে বাবার মৃত্যু : মা-ছেলে আহত

নওগাঁর মান্দায়স ছেলেকে মৌমাছির কামড় থেকে বাঁচাতে মোখলেছুর রহমান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একই পরিবারের আরো দু’জন।

বুধবার দুপুরে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের নিখিড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মোখলেছ একই গ্রামের মজিবর রহমানের ছেলে। আহতরা হলেন, মোখলেছুরের মা ফাতেমা বেগম (৭০) ও ছেলে সুমন ইসলাম (২০)।

জানা গেছে, বুধবার দুপুরে সুমন বাড়ির পাশের একটি ডুমুর গাছে উঠে হাসুয়া দিয়ে ছাগলের জন্য পাতা কাটছিলেন। ওই গাছের ডালে একটি মৌমাছির চাক ছিল সেটা তিনি জানতেন না। অসাবধানতাবশত হাসুয়ার আঘাতে মৌমাছির চাকের কিছু অংশ কাটা পড়ে। এতে ঝাঁকে ঝাঁকে মৌমাছি সুমনকে আক্রমণ করে। মৌমাছির আক্রমণে সুমন গাছ থেকে নিচে মাটিতে পড়ে যান। তাকে বাঁচাতে বাবা ও দাদি এগিয়ে গেলে তারাও আক্রমণের শিকার হন।

এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোখলেছুরকে মৃত ঘোষণা করেন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় তার মা ফাতেমা বেগমকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ও ছেলে সুমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দায়িত্বরত চিকিৎসক ডা. তাহরিমা আফরোজ বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৌমাছির কামড়ে তার মৃত্যু হয়েছে।’

নুরুল্লাবাদ ইউপি চেয়ারম্যান ইয়াছিন আলী ও মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।