Naya Diganta

গ্রিন ফ্যাক্টরিতে রূপান্তরের অপেক্ষায় ক্রোনি গ্রুপ

গ্রিন ফ্যাক্টরিতে রূপান্তরের অপেক্ষায় ক্রোনি গ্রুপ

গ্রিন ফ্যাক্টরিতে রূপান্তরে ফতুল্লা বিসিকে অবস্থিত ক্রোনি গ্রুপ অফ ইন্ডাষ্ট্রিজ ও টোটাল সলিউশন লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার দুপুরে বিসিকে অবস্থিত ক্রোনি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান অবন্তী কালারের ৬ষ্ঠ তলার কনফারেন্স রুমে ওই চুক্তি সম্পন্ন হয়।

এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান নীলা হোসনা আরা, ব্যবস্থাপনা পরিচালক এএইচ আসলাম সানি, পরিচালক নাফিয়ান ইন্তাসার, নওশিন নাওয়াল ও টোটাল সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত আহমেদ।

ইতোমধ্যে ক্রোনি গ্রুপের ক্রোনি অ্যাপারেলস গ্রিন সার্টিফাইড সম্পন্ন হয়ে প্লাটিনাম সাটিফিকেটের অপেক্ষায় আছে। এর মধ্যে বুধবার দুপুরে ক্রোনি গ্রপের বাকী ৪ টি অঙ্গ প্রতিষ্ঠানের ১২টি ভবনের প্রায় ২৫ লাখ স্কয়ার ফিট গ্রিন ফ্যাক্টরি রূপান্তরের চুক্তি সম্পন্ন হলো।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ক্রোনি গ্রুপের চেয়ারম্যান নীলা হোসনে আরা বলেন, ক্রোনি গ্রুপ ১৯৯৪ সালে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেক্সটাইল শিল্প হিসেবে বাংলাদেশের বৃদ্ধিতে অবদান রাখার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। এখন গ্রিন ফ্যাক্টরিতে রূপান্তরে সিদ্ধান্ত নিয়েছে। মূলত পরিবেশগত স্থায়িত্বের প্রতি এই গ্রুপের প্রতিশ্রুতি অভূতপূর্ব এবং সমগ্র গ্রুপটি ইউএসজিবিসি (এলইইডি) সার্টিফিকেশনের যাওয়ার জন্যই এ সিদ্ধান্ত নেয়া।

বাংলাদেশী গ্রিন বিল্ডিং ককনসালটেন্ট টোটাল সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত আহমেদ বলেন, আমরা ইতিমধ্যেই ক্রোনি গ্রুপের কারখানা পরিদর্শন করেছি এবং আশা করি তারা আমাদের পরামর্শের মাধ্যমে প্ল্যাটিনাম এম পয়েন্ট পাবে।