Naya Diganta

ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি

ইরানের পুলিশ কমান্ড বুধবার হুঁশিয়ার করেছে যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দেশটির পুলিশ বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। পুলিশ হেফাজতে এক তরুণীর মৃত্যুর পর প্রায় দুই সপ্তাহ ধরে এই বিক্ষোভ চলছে।

হিজাবের ব্যাপারে ইরানের কঠোর নিয়ম মাথার স্কার্ফ এবং শালীন পোশাক লঙ্ঘনের অভিযোগে তেহরানে গ্রেফতার হওয়ার পর মাশা আমিনি নামে ২২ বছর বয়সী এক কুর্দি তরুণী মারা যাওয়ার পর রাতভর চলমান বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে কয়েক ডজন মানুষ নিহত হয়েছে।

পুলিশ কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘আজকে ইরানের শত্রুরা এবং কিছু দাঙ্গাবাজরা যে কোনো অজুহাত ব্যবহার করে জাতির শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বস্তি বিঘ্নিত করতে চাচ্ছে।’

মঙ্গলবার ফার্স বার্তা সংস্থার খবরে পুলিশের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ‘প্রতিবিপ্লবী এবং বৈরী মহল দেশের যে কোনো স্থানে জনশৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে পুলিশ কর্মকর্তারা সর্বশক্তি দিয়ে তাদের ষড়যন্ত্রের মোকাবেলা করবে।’

এতে আরো বলঅ হয়, ১৬ সেপ্টেম্বর আমিনির মৃত্যু পর থেকে সরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা ৪১ জন থেকে বেড়ে ‘প্রায় ৬০ জনে’ দাঁড়িয়েছে।

কর্মকর্তারা সোমবার বলেছেন, মানবাধিকার কর্মী, আইনজীবী ও সাংবাদিকসহ প্রায় এক হাজার দুই শ’ লোককে গ্রেফতার করা হয়েছে।