Naya Diganta

চোখ ওঠা ইত্যাদি রোগ থেকে সুস্থ থাকার দোয়া

চোখ ওঠা ইত্যাদি রোগ থেকে সুস্থ থাকার দোয়া

মানব দেহের প্রতিটি অঙ্গই আল্লাহর বিশেষ দান। এর মধ্যেও কিছু অঙ্গ আছে, যেগুলো খুবই স্পর্ষকাতর ও অতি গুরুত্বপূর্ণ, তারই একটি হলো চোখ।

যদি কারো চোখে অসুস্থতা দেখা দেয়, তাহলে সে কোনো কাজেই স্বস্তি পায় না। ভীষণ অস্থিরতা ও অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় তাকে। এজন্য চোখের সুস্থতার জন্য আমাদের সবসময় সতর্ক থাকা উচিৎ।

আমাদের প্রিয়নবী সা:-ও চোখ-কান ইত্যাদির সুস্থতার জন্য একটি বিশেষ দোয়া পড়তেন। আশা করা যায়, আমরাও যদি ওই দোয়াটি নিয়মিত পাঠ করি, তাহলে আল্লাহ আমাদের চোখ ইত্যাদি অঙ্গপ্রতঙ্গের রোগ থেকে হেফাজত করবেন।

দোয়াটি হলো-

«اللهم متعني بسمعي وبصري واجعلهما الوارث مني، وانصرني على من يظلمني، وخذ منه بثأري»


উচ্চারণ : আল্লাহুম্মা মাত্তি‘নি বিসাময়ি ওয়া বাসারি, ওয়াজআলহুমাল ওয়ারিসা মিন্নি, ওয়াংসুরনি আলা আলা মাই ইয়াজলিমুনি, ওয়া খুজ মিনহু বি-ছা’রি।

অর্থ : হে আল্লাহ, তুমি আমাকে আমার চোখ ও কানের দ্বারা উপকৃত করো এবং এগুলোকে আমার মৃত্যু পর্যন্ত সুস্থ রাখো, আমার ওপর যে জুলুম করে, তার বিরুদ্ধে আমাকে সাহায্য করো এবং তার থেকে আমার প্রতিশোধ গ্রহণ করো।

-বিখ্যাত সাহাবি হজরত আবু হুরায়রা রা: বলেন, রাসূল সা: এই দোয়া করতেন। (তিরমিটি শরিফ, হাদিস : ৩৬০৪)