Naya Diganta

মদনে ২ জন নিহতের ঘটনায় জড়িতদের শাস্তি দাবিতে মানববন্ধন

মদনে শ্বশুর-জামাই দ্বন্দ্বে দু’জন নিহতের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন : নয়া দিগন্ত

নেত্রকোনার মদন উপজেলায় পারিবারিক কলহে গত রোববার রাতে জামাই বাড়িতে শ্বশুরবাড়ির লোকজনের হামলায় দু’জন নিহত হয়েছেন। প্রতিবেশী মাদরাসা শিক্ষক শফিকুল ইসলাম (৬০) ঝগড়া থামাতে গিয়ে ঘটনাস্থলে নিহত হন। অন্যজন মিনারা আক্তার (৫০) জখম হয়ে গত সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যালে মারা যান। গত রোববার রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নে রুদ্রশ্রী গ্রামে এ ঘটনা ঘটে।
এ দিকে মঙ্গলবার এ হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে ইমাম-ওলামা পরিষদ ফতেপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। এ কর্মসূচিতে বক্তব্য দেন মাওলানা দেওয়ান মাসুম ইয়ার চৌধুরী, আজিজুল হক, ওলামা পরিষদের সভাপতি আব্দুল বাছির, মুফতি মোজাম্মেল হক সালেমী প্রমুখ।
উল্লেখ্য, রুদ্রশ্রী গ্রামের এলাল উদ্দীনের ছেলে মোবারকের সাথে ফতেপুর মড়লপাড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মুন্নি আক্তারের বিয়ে হয়। গত রোববার পারিবারিক কলহের জেরে মুন্নি বাবার বাড়ি চলে যায়। এতে মুন্নির বাবা মান্নান ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র নিয়ে মেয়ের জামাইকে মারতে আসলে ঠেকাতে গিয়ে প্রতিবেশী শফিকুল ইসলাম ছুরিকাঘাতে প্রাণ হারান।
মদন থানার ওসি ফেরদৌস আলম জানান, রুদ্রশ্রী গ্রামে এ হত্যার ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। তিনি জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেয়ায় বর্তমানে পরিস্থতি শান্ত আছে।