Naya Diganta

আবারো পিয়ানুর সভাপতি আব্দুল আজিজ, সম্পাদক দেলোয়ার হোসাইন

প্রফেশনাল ইনস্টিটিউট অ্যাসোসিয়েশন অব ন্যাশনাল ইউনিভার্সিটির (পিয়ানু) কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি হিসেবে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন প্রকৌশলী আব্দুল আজিজ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মো: দেলোয়ার হোসাইন।
গত শনিবার রাজধানীর উত্তরায় নির্বাচন শেষে আগামী তিন বছরের জন্য নির্বাচিত হয় ১৭ সদস্য বিশিষ্ট এ নতুন কার্যকরী কমিটি। সদস্যদের ভোটে এবারেও সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রকৌশলী আব্দুল আজিজ।
সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রকৌশলী আবদুল আজিজ, ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজির (এনআইএফটি)ও প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসাইন বিজিআইএফটি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির পরিচালক এবং অধ্যক্ষ।
পিয়ানুর নতুন কার্যকরী কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো: মামুনুর রশিদ, সহ-সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, সহ-সভাপতি ড. মো: সাখাওয়াত হোসেন, সহ-সেক্রেটারি জেনারেল আনিসুর রহমান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক মো: মোবারক হোসেন মল্লিক, অর্থ সম্পাদক আবু সুফিয়ান ইউনুস, প্রচার সম্পাদক জিয়াউল হক। এ ছাড়াও কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, মো: কামাল হোসেন, সুলতান মোহাম্মদ সালাউদ্দিন, মো: সেলিম হোসেন, তারেকুল ইসলাম, আলমগীর হোসেন, জুবায়ের হোসেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল প্রতিষ্ঠানগুলোর একমাত্র সংগঠন ‘পিয়ানু’। শিক্ষাযাত্রা শেষে চাকরির বিষয়টি নিশ্চিত করতেই গুরুত্ব পাচ্ছে ক্যারিয়ারমুখী শিক্ষা। তাই গুরুত্ব বাড়ছে প্রফেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানের। এমন বাস্তবতায় ২০১৬ সালে গঠিত হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের সংগঠন প্রফেশনাল ইনস্টিটিউট অ্যাসোসিয়েশন অব ন্যাশনাল ইউনিভার্সিটি (পিয়ানু)। যাত্রার পর থেকেই শিক্ষার্থী এবং প্রফেশনাল ইনস্টিটিউটগুলোর স্বার্থ রক্ষায় কাজ করছে সংগঠনটি। বিজ্ঞপ্তি।